এবার এশিয়া কাপ ফুটবলে ভারতের চোখ

27

ক্রিকেটে এশিয়া কাপের একচ্ছত্র রাজা ভারত, জিতেছে জোড়া বিশ্বকাপও। তবে ফুটবলে মোটেও এমন নয়। এখনও পর্যন্ত হওয়া এশিয়া কাপ ফুটবলের ১৭ আসরে মাত্র চারবার তারা সুযোগ পেয়েছে মূলপর্বে খেলার। সর্বপ্রথম ১৯৬৪ সালের আসরে খেলেছিল তারা। পরে ১৯৮৪, ২০১১ এবং ২০১৯ সালের সবশেষ আসরেও ছিল ভারত। তবে তাদের সেরা সাফল্য এসেছিল প্রথমবার অর্থাৎ ১৯৬৪ সালের আসরেই। সেবার চার দলের টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল ভারত। পরবর্তী তিনবার অবশ্য গ্রæপপর্বেই আটকা পড়ে যায় তাদের এশিয়া কাপ সফর। সা¤প্রতিক সময়ে ভারতের ফুটবলে যে নবজাগরণ ঘটছে, তারই অংশ হিসেবে এবার তারা এশিয়া কাপ আয়োজন করতে চাইছে। এরই মধ্যে ২০২২ সালের নারী এশিয়া কাপ আয়োজনের মর্যাদা পেয়েছে ভারত। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের এশিয়া কাপের জন্যও বিড করবে তারা। কেননা এরই মধ্যে ২০২৩ সালের আয়োজক হিসেবে চীনের নাম ঠিক হয়ে আছে।