এবার অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আয়োজক ভারত

52

২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। এবার সেই পথ ধরেই ২০২০ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে চলেছে দক্ষিণ এশিয়ার দেশটি। শুক্রবারই ভারতকে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে ফিফা। যুক্তরাজ্যের মিয়ামিতে ফিফা কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ফুটবলের সর্বোচ্চ সংস্থার এই সভায় অনেক বিষয়ে কাউন্সিলের সদস্যরা তাদের ভোট দেন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাকে একটা রূপ দিতে। অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের গেল বারের চ্যাম্পিয়ন স্পেন। ২০১৮ সালের এই আসরে মেক্সিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। সেবার উরুগুয়েতে আয়োজিত হয়েছিল নারীদের এই টুর্নামেন্টটি।