এবারের ঈদ

58

সাজগোজ বেড়ে যায় কাছে এলে ঈদ যে
চোখদুটো জেগে থাকে দূরে যায় নিদ যে।
খাওয়া দাওয়া ধুমধাম ফোটে বাজি পটকা
জমকালো আয়োজন, থাকে না তো খটকা।

ঘোরাঘুরি খুব হয় স্বজনের বাড়িতে
যাতায়াতে মাতে সব নানাবিধ গাড়িতে।
বুকে বুক মিল করে ফেটে পড়ে হাসিতে
উচ্ছ¡াস উল্লাস ঝরে রাশি রাশিতে।

খুশি খুশি ভাব কীযে পাড়াগাঁ ও গঞ্জে,
অজানায় ছুটে চলে পুলকিত মন যে।
গমগম কেনাকাটা দোকানে ও বাজারে
খরচের হাত খোলে লাখ লাখ হাজারে।

ভয়াবহ মহামারী কেড়ে নিলো সুখ যে
খালি করে দিয়ে গেছে কত মা’র বুক যে।
এইবার ঈদ নেই সে আগের মত যে
হৃদয়ের মাঝখানে জমে আছে ক্ষত যে।