এফএমসি-মুক্তবিহঙ্গ হাইভোল্টেজ ম্যাচ আজ

108

আগের দিন ফকিন্যি মার্কা টিমের খেলা লিগেকে প্রশ্নবিদ্ধ করলেও গতকাল অসাধারণ দু’টি ম্যাচ দর্শকদের প্রাণ ভরিয়ে দিয়েছে। সিজেকেএস-কে এন হারবার কনসোর্টিয়াম ১ম বিভাগ হকি লিগে গতকাল দিনের প্রথম খেলায় বাকলিয়া একাদশ ৪-২ গোলে চট্টগ্রাম আবাহনী লি. কে পরাজিত করে। ৬ জন জাতীয় তারকা সমৃদ্ধ বাকলিয়া একাদশের বিপক্ষে ৪ জন জাতীয় তারকার চট্টগ্রাম আবাহনী লিমিটেড অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এ ম্যাচে অনেকটা একতরফা খেলে প্রথমে ৩-০ গোলে এগিয়ে যায় বাকলিয়া। কিন্তু দু’টি গোল পরিশোধ করে এক পর্যায়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনে ইকবাল মোরশেদের আবাহনী। তবে রক্ষণভাগের দুর্বলতায় খেলার ধারার বিপক্ষে খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আরেকটি গোল হজম করলে সুপার ফোরে উঠার শেষ সম্ভাবনাটুকুও হারিয়ে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত বাকলিয়া একাদশের খোরশেদকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন। এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা লাল এর সাথে সুপার ফোরের টিকিট পেয়ে গেল বাকলিয়া একাদশ।
২য় খেলাটি স্টার ক্লাব ০-০ গোলে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে ড্র করে। চট্টগ্রামের স্কুল হকি খেলোয়াড়দের নিয়ে গড়া এ দু’টি দল দারুণ প্রতিদ্বন্ধিতা ও উপভোগ্যতা গড়ে তোলে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত স্টার ক্লাবের জাহিদকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাবু। সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল বলেন, এরাই আমাদের স্কুল টুর্নামেন্ট থেকে বের হওয়া চট্টগ্রাম জেলা যুব হকি দল। আগামীতে তারা আরও ভাল করবে বলে তাঁর আশাবাদ।
আজ দিনের একমাত্র খেলায় এফএমসি-মুক্তবিহঙ্গ মুখোমুখি হবে। বিকেল সোয়া ৫ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি যে জিতবে, সুপার ফোর কনফার্ম হবে। দু’দলেই দেখা যাবে এক ঝাঁক জাতীয় হকে তারকা।