এফএমসি ডকইয়ার্ড ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ড’ সম্মানে ভূষিত

11

 

আন্তর্জাতিক সাময়িকী ইউআরএস এশিয়া ওয়ান আয়োজিত ১৫তম এশিয়া আফ্রিকা বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম ২০২১ (এএবিএসএফ) এ ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডার্স ২০২০-২১’ সম্মানে ভূষিত হয়েছেন এফএমসি গ্রুপের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। তাঁর মালিকানাধীন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড পেয়েছে ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ড’ খেতাব।
গত ২৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের জে ডবøু ম্যারিয়ট মারকুইস হোটেলের এমিরেটস বলরুমে এক অনুষ্ঠানে একমাত্র বাঙালি হিসাবে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী এবং তার মালিকানাধীন এফএমসি ডকইয়ার্ড লিমিটেড একমাত্র বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে বিশ্বের অন্যতম অভিজাত এই দুটি পুরস্কার লাভ করে। এফএমসি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শিপইয়ার্ড হিসাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সরকারের অন্যতম উন্নয়ন সহযোগী এফএমসি ডকইয়ার্ড দেশের চাহিদা মেটানোর পাশাপাশি শীঘ্রই বিদেশেও জাহাজ রপ্তানী করতে যাচ্ছে। বর্তমানে সুদান সরকারের জন্য নির্মিতব্য একটি অত্যাধুনিক এএসডি টাগবোট নির্মাণকাজ চলছে, এছাড়াও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে এফএমসি। যা কেবল দেশের জন্য সম্মানই বয়ে আনবে না, সেই সাথে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। গত বছরের ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ম্যারিয়ট মারকুইস হোটেলে আন্তর্জাতিক সাময়িকী এশিয়া ওয়ান আয়োজিত চতুর্থ ‘এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস এন্ড লিডার্স ২০১৯-২০’ ও এশিয়া’স গ্রেটেস্ট লিডার নির্বাচিত হয়েছিলেন এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। বিজ্ঞপ্তি