এফএমসি’র কোচ-ক্রিকেটারের শাস্তি

31

সিজেকেএস শৃঙ্খলা উপ-কমিটির (ক্রিকেট) আহবায়ক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে গত ২১ জানুয়ারী সিজেকেএস শৃঙ্খলা উপ-কমিটির এক সভা সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, আলহাজ্ব আলী আব্বাস, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, আলহাজ্ব আবুল হাশেম, মমতাজুল হক রুক্কু, মিনহাজ উদ্দীন আহমেদ, আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, শওকত হোসাইন প্রমূখ।
গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত সিজেকেএস-ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় অনাকাঙ্খিত সৃষ্ট ঘটনার ব্যাপারে উক্ত দিনের খেলা পরিচালনাকারী আম্পায়ারদের দাখিলকৃত রিপোর্টের ভিত্তিতে সভায় উপস্থিত সদস্যগণ বিস্তারিত আলেচনান্তে উক্ত রিপোর্ট পরিক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা পূর্বক কর্পোরেট টি-২০ ক্রিকেট ফাইনাল খেলায় এফ.এম.সি গ্রুপের কোচ আবু সামা বিপ্লব ও এফ.এম.সি গ্রুপের তালিকাভূক্ত খেলোয়াড় ইয়াছিন আরাফাত ঐ দিনের অনাকাঙ্খিত সৃষ্ট ঘটনায় জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ক্রিকেট উপবিধির সংশ্লিষ্ট ধারা মোতাবেক এফ.এম.সি গ্রুপের কোচ আবু সামা বিপ্লব কে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সকল ক্রীড়া কার্যক্রম হতে আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ইং পর্যন্ত অবাঞ্চিত ঘোষনা করা হয় এবং এফ.এম.সি গ্রুপের তালিকাভূক্ত খেলোয়াড় ইয়াছিন আরাফাত কে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সকল ক্রীড়া কার্যক্রম হতে আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ইং পর্যন্ত বহিস্কারাদেশ, এফ.এম.সি গ্রুপের তালিকাভূক্ত খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন রাজুকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ ও অশালীন আচরনের জন্য ২ (দুই) ম্যাচের জন্য বহিস্কারাদেশ, এফ.এম.সি গ্রæপের খেলোয়াড় আবুল হাসেম রাজা, সারা এগ্রো ফার্ম লি. এর খেলোয়াড় মাঈন উদ্দীন রুবেল এবং ইরফান শুক্কুর কে ক্রিকেট খেলার স্বাভাবিক গতির বিঘ্ন সৃষ্টি করায় যা ঝঢ়ৎরঃ ড়ভ এধসব এর পরিপন্থী বিধায় কঠোর সতর্কাদেশ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি