এপোলো হসপিটাল চেন্নাই চট্টগ্রাম সেন্টারের সেমিনার

67

এপোলো হসপিটাল চেন্নাই-চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে অর্থোপেডিক ও কার্ডিওলজি বিষয়ক সেমিনার গত শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্রিস্টাল হেলথ সার্ভিসের সিইও মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এপেলো হসপিটাল চেন্নাইয়ের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. এমএম ইউসুফ, অর্থোপেডিক সার্জন ডা. কুণাল প্যাটেল ও হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শফিক আজম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সানজিনা আলম, ডা. রাইসা রহমান, ডা. ইশরাক জাহান রুমকি, ডা. ফেরদৗস ফাতেমা, ইউএসটিসি’র ডা. ফজলে রাব্বি, ডা. ইমতিয়াজ উদ্দিন, ক্রিস্টাল কর্পোরেশনের সিএফও আশফিক উল্লাহ, হেড অব সেলস মাসুদ আলম, ফিন্যান্স অফিসার রাশেদুল আনোয়ার, এপোলো হসপিটাল চেন্নাই-চট্টগ্রাম সেন্টারের কো-অর্ডিনেটর মেহেদী হাসান, প্যাশেন্ট অ্যাডভাইজর মওদুদ আহমেদ প্রমুখ।
এ সময় দু’দেশের চিকিৎসকরা বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে কার্ডিওলজিস্ট এমএম ইউসুফ আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে কিভাবে হার্ট ট্রান্সপ্লান্ট করা যায় সে বিষয়ে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি