এপিএসসি বার্ষিক পুরস্কার বিতরণী

21

নগরীর আগ্রাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজে (এপিএসসি) বর্ণাঢ়্য অনুষ্ঠানমালার মাধ্যমে বইমেলা, পিঠা উৎসব, সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে নানা কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া ও কবিতা আবৃত্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময়, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, বইমেলা ও বাংলার পিঠা-পরিচিতি। দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ। এপিএসসি পরিচালনাপর্ষদের চেয়ারম্যান সাংবাদিক আবসার মাহফুজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাবেক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণকুমার দত্ত, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাইফুল্লাহ মানসুর এবং রাজনীতিক আবদুল কুদ্দুস চান্দু। শিক্ষিকা মমতাজ-ই-নুর’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল অর্পিতা নারগিস। অনুষ্ঠঅনে বক্তারা বলেন, বর্তমান সময়ে একটি দেশ তথা একটি জাতির কাক্সিক্ষত উন্নয়নে ক্রীড়া ও সংস্কৃতিসমৃদ্ধ বহুমাত্রিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এছাড়া জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারবে না। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে সময়ের চাহিদাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে। আর দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষায় অধিক পরিমাণ শিক্ষার্থীর অংশগ্রহণ জরুরি। এজন্যে সুচিন্তিত পরিকল্পনা ও পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। বিজ্ঞপ্তি