এনএসআই’র পরিচয়ে চাঁদা দাবি এক ব্যক্তি আটক

15

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে পুলিশ তাকে আটক করে। আটক অমল কান্তি দাশ ভৌমিক (৫০) কুমিল্লার সদর থানার কান্দিরপাড় এলাকার নরেন্দ্র চন্দ্র ভৌমিকের ছেলে।
বাগানবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুস্তম আলী জানান, ‘গত বৃহস্পতিবার রাতে এনএসআই পরিচয়ে তিনি আমার কাছে আসেন। বিষয়টি আমার সন্দেহ হলে তাকে পরের দিন শুক্রবার সকালে আসার আহব্বান জানাই। আমি সেদিন রাতেই বিষয়টি এনএসআইয়ের চট্টগ্রাম কার্যালয়ে অবহিত করি। পরে তিনি সেখানে একটি হোটেলে রাতযাপন শেষে শুক্রবার সকালে এসে আমার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে থাকে। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে ইউপি নির্বাচন উপলক্ষে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহে এসেছেন। তখন তিনি আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। এর মধ্যে ভূজপুর থানা পুলিশ এবং এনএসআই চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা এসে পৌঁছান। পরে যাচাই বাছাই করে এই ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করা হয়।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর দপ্তরের এনএসআই পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। বিভিন্ন এলাকা থেকে চাঁদা আদায়ের কথা তিনি স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।’