এনআইটির জমকালো আয়োজন ২০৫ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

14

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে নগরীর মুরাদপুর এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র উদ্যোগে ‘এনআইটি উদ্ভাবনী প্রতিযোগিতা-২০২২’ সম্পন্ন হয়েছে। জমকালো আয়োজনে এনআইটি’র অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রসায়নবিদ অধ্যাপক বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেসুর রহমান, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জেসমিন তাসলিমা বানু, চট্টগ্রাম পলিটেকনিকের অধ্যক্ষ প্রকোশলী লুৎফর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রায় ২০৫ ধরনের উদ্ভাবনী মূলক প্রকল্প প্রদর্শনীর জন্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষাক্রম প্রণয়ন করা হবে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্প উৎপাদন ব্যবস্থার ক্রমাগত বিবর্তনের ফলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ট্রেডসমূহ দ্রুত পরিবর্তিত হয়। আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী এবং কর্মঠ। শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে এনআইটির এমন উদ্যোগে প্রশংসার দাবিদার।’
ড. মোখলেসুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হিসেবে গড়ে তুলতে এনআইটির প্রয়াস প্রশংসনীয়।’
চেয়ারম্যান আহসান হাবিব বলেন, ‘উদ্ভাবন বলতে যে কোনো ধরনের কল্যাণকামী পরিবর্তনকেই বুঝায়। যে সমাজ বা দেশে উদ্ভাবনী শক্তি বা উদ্যোগকে উৎসাহিত করা হয় না, সে সমাজ বা দেশ ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। উদ্ভাবনী শক্তির মধ্যে দেশের সমৃদ্ধির জাদুর কাঠি নিহিত আছে। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ সাধনের সর্বপ্রকার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পদার্থবিদ অধ্যাপক ড. মাঈনুল হক মিয়াজী, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. নু.ক.ম আকবর হোসেন এর নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল প্রজেক্টগুলো মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন। পরে প্রতিযোগীদের হাতে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবন দেখে বিস্মিত হন অতিথিসহ সবাই।