এদারাতুল মা’আরিফ মাদ্রাসায় পুরস্কার বিতরণ

141

আগ্রাবাদ এদারাতুল মা’আরিফ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ সম্প্রতি মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ২০১৮ শিক্ষাবর্ষের উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা ডুমুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চট্টগ্রাম হচ্ছে দ্বীন শিক্ষার অন্যতম শহর যার পুরানো নাম হচ্ছে ইসলামাবাদ। এই ইসলামাবাদের প্রাণ কেন্দ্র আগ্রাবাদে এদারাতুল মা’আরিফ মাদ্রাসা একটি আদর্শবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপন সন্তানকে ভর্তি করে দ্বীন দুনিয়া দুটাই পাওয়া যায় উল্লেখ করে উপস্থিত অভিভাবক মহলের উদ্দেশ্যে বলেন আপনারা যদি হাফেজ ও আলেম হিসাবে সন্তানদের গড়ে তুলতে চান তাহলে এদারাতুল মা’আরিফকে প্রথম নাম্বারে রাখবেন। বিশেষ অতিথি ছিলেন হাফেজ আব্দুল কাদের এবং মুহাম্মদ জামাল উদ্দিন। অভিভাবকদের মাঝে উপস্থিত ছিলেন হাজী শামশুল আলম, মো. গিয়াসুদ্দীন, মো. সিরাজুল ইসলাম, মো নজরুল ইসলাম, খোরশেদুল আলম এবং সহকারি পুলিশ পরিদর্শক শফিকুল আলম। এদারাতুল মা’আরিফ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ শাহাদাত হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাওঃ মোজাম্মেল হক, হাফেজ আবু বকর, মাস্টার আরমানুল হক, মাস্টার নূরুল্লাহ, মাস্টার আব্দুল্লাহ ও হাফেজ আব্দুল হালীম প্রমুখ। পুরস্কার প্রাপ্তরা হল হিফজ শ্রেণীতে হাফেজ মিছবাহুল করিম, মোঃ জুবায়ের, মো. মামুন। ৫ম শ্রেণীতে মুঈনুদ্দীন, জহিরুল ইসলাম ও মাহদি হাসান। ৪র্থ শ্রেণীতে আব্দুল্লাহ আন নোমান সওকত, রাহাত ইসলাম ও মো.নাঈম। ৩য় শ্রেণীতে মো. রায়হানউদ্দীন, মাহির হোসেন ও ইকরাম হানিফ। ২য় শ্রেণীতে তৌহিদ মুবিন, আব্দুল্লাহ আল ওয়াছি ও হাসান ইমাম। ১ম শ্রেণীতে ফয়সল মাহমূদ, মিছবাহুল আলম, মো. জুবায়েদ এবং নার্সারীতে তামজীদ হায়দার, রিদওয়ানুল আলম রাফি ও তৌহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি