এতিমখানায় লিজেন্ড লায়ন্স ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

5

চট্টগ্রাম নগরীর পশ্চিম নিমতলা আব্দুল হাই তালিমুল কোরআন হেফজখানা ও এতিমখানায় খাদ্যসামগ্রী ও শেলফ বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড। শুক্রবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর এডভাইজার লায়ন মো. কামরুজ্জামান লিটন, রিজিওন চেয়ারপার্সন কনসার্ন লায়ন এডভোকেট মো. ইকবাল হোসেন। রিজিওন চেয়ারপার্সন ও লিজেন্ড ক্লাব স্পন্সর লায়ন মনোয়ারা বেগম ও জোন চেয়ারপারসন কনসার্ন ও লিজেন্ড ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরীর স্পন্সর করা এই সেবা কাজে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাদেকুর রহমান কমল। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাব আইপিপি ও মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন নজরুল কবির দিপু, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইয়াসমিন আরা চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন আবুল কালাম মিন্টু ও লায়ন মো. সায়েম উদ্দিন।মাদ্রাসার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও শেলফ গ্রহণ করেন পরিচালক মাওলানা মো. মোখলেসুর রহমান ও হাফেজ মো. জুবায়ের। উক্ত প্রতিষ্ঠানে প্রায় ৭০ জন শিশু শিক্ষার্থী রয়েছে, যাদের জন্য এই সেবা কাজ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড।