এডুকেশন এক্সপো ফর স্কুল’স শনিবার শুরু

123

চট্টগ্রামের স্বনামধন্য স্কুলগুলো নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষা বিষয়ক মেলা এডুকেশন এক্সপো ফর স্কুল’স ২০১৯। এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনস এর ম্যানেজিং পার্টনার মিস মাঞ্জুমা মোর্শেদ ও মিস মোনা মাসুদ। ইস্টার্ন ব্যাংক ও কে ওয়াই স্টিল এর পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হচ্ছে। এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনস এর পক্ষ থেকে আয়োজকরা জানান, আগামি ১৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেডিসন বøু চট্টগ্রাম বে ভিউ, মেজবান হলে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় চট্টগ্রামের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম গ্রামার স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল (এনসি), সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, ফ্রোবেল একাডেমি, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, ক্রান্স-মনটানা ইন্টারন্যাশনাল স্কুল, প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুল, কোয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল, বে ভিউ স্কুল, দি অক্সফোর্ড ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি, আলিয়জ ফ্রসেজ দি চিটাগং সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
তিনি আরো বলেন, মেলায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি সংক্রান্তÍ সঠিক তথ্য জানতে পারবেন। এ শিক্ষা মেলা সকলের জন্য উন্মুক্ত। যোগাযোগের ফোন নাম্বার ০১৭১৩-২০৬ ৬৯৮। বিজ্ঞপ্তি