এটা গরিবের বাজেট ব্যবসাবান্ধবও : কাদের

16

পূর্বদেশ ডেস্ক

নতুন অর্থবছরের বাজেটকে ‘গরিবের বাজেট’ বলার পাশাপাশি ‘ব্যবসাবান্ধব’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান তিনি।
কাদের বলেন, ‘সব দিক বিচার বিশ্লেষণ করে, এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্তসহ সবাইকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট’।
তিনি বলেন, ‘এ বাজেটে স্ট্যাবিলিটির নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটি নেটের নিশ্চয়তা আছে, সেফটির নেট আগের চেয়েও ৭ হাজার কেটি টাকা বেড়েছে। সব দিক থেকে আজকে দেখুন এই অবস্থাতেও…, গতবার ছিল যে বাজেট তিন হাজার কোটি টাকা, এবার সেখানে আরও সাত হাজার কোটি টাকা, আরও বাড়ানো হয়েছে’।
আগামি ২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার যে ব্যয়ের ফর্দ তৈরি করেছেন, তার
স্লোগান ঠিক করেছেন- ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।
কাদের বলেন, ‘এই বাজেট হচ্ছে কোভিড সঙ্কট পরবর্তী বাংলাদেশে, এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বাজেট’।
বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোও। খবর বিডিনিউজের