এখনও চ্যাম্পিয়নস লিগ শেষ হয়নি রোনালদোর!

7

ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের লিগে খেলতে যাওয়ায় অনেকে ধরেই নিয়েছেন, রোনালদোর ক্যারিয়ার শেষ। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ, যেখানে সবচেয়ে বড় তারকা এই পর্তুগিজ উইঙ্গার; সেখানে হয়তো তাকে আর না-ও দেখা যেতে পারে বলে ভাবা হচ্ছে। কিন্তু বাস্তবতা মোটেই তেমন নয়। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো থেকে কোনো প্রস্তাব না পাওয়ায় গত সপ্তাহে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন রোনালদো। ২০২৫ সাল পর্যন্ত তিনি এই ক্লাবের হয়েই খেলবেন। তবে চুক্তিতে একটি শর্ত রাখা হয়েছে।
ওই শর্ত অনুযায়ী চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাবেন রোনালদো। কীভাবে? ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলের মালিকানায় থাকা সৌদি অ্যারাবিয়ান পাবলিক ইনভেস্টেমেন্ট ফান্ডের আরেক ক্লাব আল নাসের। একই মালিকানায় থাকায় রোনালদোকে ধারে নিউক্যাসলে পাঠানো সম্ভব। এজন্য অবশ্য নিউক্যাসলকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে হবে। নিউক্যাসলের ইউরোপীয় শীর্ষ প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা তাদের এখন পর্যন্ত বেশ ভালোভাবেই আছে। কারণ ১৭ ম্যাচ শেষে লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। ৯ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৪। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তারা। ২১৩ মিলিয়ন ডলারের বার্ষিক পারিশ্রমিকে আল নাসেরের সঙ্গে ২ বছরের চুক্তি করেন রোনালদো। যার ফলে ৩৭ বছর বয়সেও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারে পরিণত হন পাঁচবারের ব্যালন ডি’অর ও সমানসংখ্যক চ্যাম্পিয়নস লিগ জয়ী।