এখনও আশা ছাড়েননি মালিঙ্গা

32

সংবাদ সম্মেলনে মালিঙ্গাহারের বৃত্তে ঘুরতে থাকা খুলনা টাইটানসে যোগ দিয়েই জয়ের স্বাদ পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা। সিলেট পর্ব জিতে শুরু করলেও খুলনা শেষ করেছে দুটি হারে। কিন্তু এখনও আশা ছাড়ছেন না শ্রীলঙ্কার এই পেসার। ক্রিকেটে যে কোনও কিছু হতে পারে বিশ্বাস তার।
সিলেটে তিন ম্যাচে মাত্র একটি জিতেছে খুলনা। ৭ ম্যাচ শেষেও জয় ওই একটিই। তাতে মাত্র ২ পয়েন্ট নিয়ে ৭ দলের এই প্রতিযোগিতায় সবার শেষে তারা। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় মাহমুদউল্লাহরা। কিন্তু এত দূরের কিছু ভাবছেন না মালিঙ্গা। ঢাকায় ফিরতি পর্বে ভালো শুরুর দিকে মনোযোগ তার।
রবিবার ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বে মাহমুদউল্লাহরা। দুই দিন পর মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে পরের ম্যাচ। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাসী মালিঙ্গা। চিটাগং ভাইকিংসের কাছে হারের পর সংবাদ সম্মেলনে আশাবাদী এই লঙ্কান পেসার, ‘আমাদের হাতে এখনও ৫ ম্যাচ আছে। ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। কেউ জানে না সামনে কী হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রত্যেক ম্যাচ ধরে ধরে জয়ের ধারাবাহিকতায় ফিরতে চাই। আমাদের বাকি সবগুলো ম্যাচ জিততে হবে। এরপর হয়তো সমীকরণের সামনে পড়বো। আপাতত ঢাকায় নতুন করে শুরু করতে চাই। এই মুহূর্তে আমরা ম্যাচ জিততে মুখিয়ে আছি।’