এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না সাইফউদ্দিন

32

ব্যাট হাতে দারুণ ফিনিশিং, আর নতুন বলে সুইং ও লেন্থের গুণে বাংলাদেশ দলের জন্য খুব কার্যকারী অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন বিশ্বকাপ দলে তাঁর জায়গা মোটামুটি নিশ্চিত। তবুও এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না এই তরুণ। আপাতত ঢাকা লিগেই মনোযোগ তাঁর। দল ঘোষণা হলে তবেই ভাববেন ইংল্যান্ড যাত্রা নিয়ে।
চলমান লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে সাইফউদ্দিদের দল আবাহনী লিমিটেড। আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে সাইফউদ্দিনরা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। সেখানে নিজের বিশ্বকাপ ভাবনা নিয়ে জানান ফেনীর এই ক্রিকেটার। দলে থাকার প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে এমন কিছুই আমার মাথায় কাজ করছে না। আপাতত আমি ডিপিএলের ম্যাচগুলো নিয়ে চিন্তা করছি। যখন দল ঘোষণা হবে, যখন বিশ্বকাপের টিকেট হাতে পাব, তখন চিন্তা করব।’ ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলে নাম লেখান সাইফউদ্দিন। সেই হিসেবে এবারই তাঁর সামনে প্রথম বিশ্বমঞ্চে খেলার হাতছানি। আপাতত না ভাবলেও স্বাভাবিকভাবে কাজ করছে প্রথমবার বৈশ্বিক মঞ্চে খেলার স্বপ্ন।