এক লেখাতে দুই প্রেমিকাকে চিঠি!

54

পাঁচ বছর পর দেশে এসেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে আর ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে। হঠাৎ দেখা হয় অবন্তিকার সঙ্গে। সেই অবন্তিকা যে রুদ্রকে একটা সময় ভালোবাসতো। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায় কখনও পাহাড়, কখনও সমুদ্রে কিংবা কখনোবা অজানা কোনও সবুজের অবগাহনে। এই রুদ্রর সাথে আবার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। পৃথা হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে একটা সম্পর্ক থাকায় পৃথা আর রুদ্র সবসময় একসাথে চলাফেরা করেছে। সেই চলাফেরার ফাঁকে পৃথা যে কখন মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলেছে, সেটা সে নিজেও জানে না। তাই তো একটি চিঠি রুদ্র লিখে যায় অবন্তিকা ও পৃথার জন্য। কী লেখা থাকে সেই চিঠিতে? এমনি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বুক পকেটের গল্প’। সৈয়দ ইকবালের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় নাটকটির রুদ্র চরিত্রে অপূর্ব, অবন্তিকা চরিত্রে অর্ষা ও পৃথা চরিত্রে রুহী অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ। পরিচালক রাইসুল তমাল জানান, সম্প্রতি নগরীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি ২৯ ডিসেম্বর রাত ৯ টায় এনটিভির পর্দায় দেখা যাবে।