এক দশক পর আলোর মুখ দেখলো মহাসাগর চুক্তি

16

আন্তর্জাতিক ডেস্ক

১০ বছরের আলোচনার পর মহাসাগরগুলোকে রক্ষার জন্য ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বিশ্ব। চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সমুদ্রের ৩০ শতাংশ এলাকাকে সুরক্ষিত ঘোষণা করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৩৮ ঘণ্টা আলোচনার পর শনিবার সন্ধ্যায় এই চুক্তিতে পৌঁছায় বিশ্বের দেশগুলো। তহবিল এবং মাছ ধরার অধিকার নিয়ে মতবিরোধের কারণে কয়েক বছর ধরেই এই আলোচনা চলছিল। সমুদ্র সুরক্ষার সর্বশেষ আন্তর্জাতিক চুক্তিটি ৪০ বছর আগের। ১৯৮২ সালে স্বাক্ষরিত হয়েছিল সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন। ওই চুক্তিটির নাম ছিল ‘ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি।’ এই চুক্তিতে উচ্চ সমুদ্র ধারণাকে প্রতিষ্ঠিত করলেও, তার মাত্র এক দশমিক ২ শতাংশ সুরক্ষিত অবস্থায় রয়েছে।
‘হাই সি’ হচ্ছে আন্তর্জাতিক জলসীমা, যেখানে সব দেশের মাছ ধরার, জাহাজ চালানো ও গবেষণার অধিকার রয়েছে। জলবায়ু পরিবর্তন, অত্যধিক মাছ ধরা ও জাহাজ চলাচলের কারণে সংরক্ষিত এলাকার বাইরে থাকা সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণি ভয়াবহ ঝুঁকির মধ্যে থাকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) জানিয়েছে, তাদের সর্বশেষ পর্যালোচনায় দেখা গেছে প্রায় ১০ শতাংশ বিলুপ্ত হওয়ার ঝুঁঁকিতে রয়েছে।