এক ঘণ্টার মধ্যে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করল পিবিআই

11

সীতাকুন্ড প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় মিলেছে ঘটনার ১ ঘন্টার মধ্যেই। গতকাল বৃহস্পতিবার সকালে মহাসড়কের সীতাকুন্ড অংশের পন্থিছিলা বড়ুয়া পাড়ায় পিকআপের ধাক্কায় অজ্ঞাতনামা ওই নারী গুরুতর আহত হন। অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত নারীর নাম শাহানা আক্তার (৩৫)। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী এলাকার শামসুল আলমের মেয়ে।
এদিকে বেওয়ারিশ হিসেবে নিহত নারীর লাশ দাফন করে ফেলেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। ঘটনার ১ ঘন্টার মধ্যে নারীর পরিচয় মেলায় তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।
এদিকে ঘটনাটি পিবিআইকে জানালে পিবিআই’র এসআই মোহাম্মদ হারুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে লাশের পরিচয় শনাক্ত করার জন্য ‘ফিঙ্গার আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (FIVES)’ এর মাধ্যমে নিহত নারীর ‘ফিঙ্গার’ সংগ্রহ করেন।
এর ১ ঘন্টার মধ্যেই ওই নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হন পিবিআই কর্মকর্তারা।
পিবিআই চট্টগ্রাম জেলার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ হারুন বলেন, আমরা বিষয়টি অবগত হওয়ার পর পরই কাজ শুরু করি এবং এক ঘন্টার মধ্যে পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। ওই নারীর পরিচয় পাওয়ার পর হাইওয়ে পুলিশকে বিষয়টি অবগত করি। উনারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেন।
সীতাকুন্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, অজ্ঞাতনামা হিসেবে বিকালে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলাম দাফনের কাজ সম্পন্ন করেছে। পিবিআই লাশটির পরিচয় শনাক্ত করার পর আমরা নিহত নারীর পরিবারকে খবর দেয়ার উদ্যোগ নিয়েছি। পরিবারের সন্ধান পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।