এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন লায়ন হাকিম আলী

5

চট্টগ্রামের ঐতিহ্য সম্বলিত হোটেল আগ্রাবাদ এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) এর প্রেসিডেন্ট, ফাদার অব ট্যুরিজম ইন বাংলাদেশ এইচ এম হাকিম আলী বাংলাদেশের পর্যটন খাতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পাচ্ছেন। আজ ২০ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য একটি বিশেষ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে, যেখানে তিনি সারা বিশ্বের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে অংশগ্রহণ করবেন। হাকিম আলী বাংলাদেশের পর্যটন শিল্প গঠন ও অগ্রসর করার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং যুগোপযোগী সিদ্ধান্তের ফলস্বরূপ হোটেল আগ্রাবাদ ১৯৭০ সাল থেকে বিদেশি অতিথিদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে, যা বাংলাদেশের পর্যটন খাতে অনস্বীকার্য।
বিহা’র সভাপতি হিসেবে হাকিম আলী বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি পর্যটনের প্রচার, প্রসারের লক্ষে বিভিন্নভাবে সহযোগিতা বৃদ্ধি এবং দেশজুড়ে হোটেল ব্যবসায়ীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে উদ্যোগী হয়েছেন। তিনি বাংলাদেশের পর্যটনের জনক নামেও পুরস্কৃত ও পরিচিত। বিজ্ঞপ্তি