একে একে ৬ সন্তান জন্ম নিল তাসলিমার ঘরে

23

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নাজিরহাটে গর্ভধারণের ছয় মাসের মাথায় একইসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে তাসলিমা আকতার নামের ২৫ বছর বয়সী ওই নারী স্বাভাবিকভাবেই এই ৬ শিশুর জন্ম দেন। জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৪ জন ছেলে ও ২ জন মেয়ে। তবে জন্মের দেড় ঘণ্টা পরই ৬ শিশুর মৃত্যু হয়েছে। ৬ নবজাতকের বাবা জাহাঙ্গীর আলম। তার বাড়ি নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বুড়া পুকুরপাড়স্থ দুলা বাপের বাড়ি।
এই ঘটনায় ব্যাপক আলোচনা চলছে উপজেলা জুড়ে। হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একই সাথে ৬ সন্তানের জন্ম দেওয়া মা সুস্থ আছেন। তবে দেড় ঘন্টা পর মৃত্যুবরণ করে সব শিশু। বাচ্চাগুলোর প্রত্যেকটির ওজন ৩০০ থেকে ৪০০ গ্রামের মধ্যে। নবজাতকদের মা তাছলিমা আক্তার বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। মহান আল্লাহর দেওয়া উপহার আমরা আনন্দে গ্রহণ করেছি’। নাজিরহাট সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম বলেন, সন্ধ্যায় ৬টা ১৫ মিনিটে তাসলিমা আকতার প্রথম সন্তান জন্ম দেয়ার পরপরই আরো ৫ সন্তানের জন্ম দেন। তবে তাদের মৃত্যুতে পুরো আনন্দ বিষাদে রূপ নেয়। এটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক।