একেএমবি ট্রাস্ট এম্বুলেন্সসেবা প্রকল্পে অনুদান

42

চট্টগ্রাম নেছারীয়া কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ শাইখুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, কোভিড-১৯ দুর্যোগকালে বিভিন্ন দায়িত্বশীলদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও সাধারণ জনগণ মানবতার সেবায় এগিয়ে এসে দুর্যোগ মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ জাতিকে আশার আলো দেখাচ্ছে। আল কুরআনে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানবকল্যাণ ও সেবাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। অধ্যক্ষ আল্লামা জুবাইর ১ জুলাই, মহানগরীর আগ্রাবাদস্থ আল মাবরুর মিলনায়তনে মানবসেবা ও জনকল্যাণ সংস্থা একেএমবি ট্রাস্ট এর উদ্যোগে একেএমবি ট্রাস্ট এমবুলেন্স সেবা প্রকল্পে একেএমবি আমানবাজার-চিকনদন্ডি-পাহাড়তলী শাখার সংগৃহীত নগদ অর্থ সহায়তা হস্তান্তর লক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একেএমবি ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট এর অন্যতম ট্রাস্টি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এইচ.এম মুজিবুল হক শুক্কুর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইব্রাহীম আখতারী, প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ছালেহ আহমদ আনসারী, হাজী মুহাম্মদ মহসীন বাবুল, একেএমবি আমানবাজার সভাপতি হাজী আলী আজগর চৌধুরী, একেএমবি চিকনন্ডী ৪নং ওয়ার্ড সভাপতি হাজী আজিম মেম্বার, একেএমবি ওমান প্রবাসী শাখার সিনিয়র সদস্য হাজী মুহাম্মদ হোসাইন, একেএমবি চিকনদন্ডী ১২নং ওয়ার্ড অর্থ সম্পাদক মুহাম্মদ নেজামউদ্দীন, একেএমবি চিকনদন্ডী ১২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন হিরু, ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাশেদুল ইসলাম, ইউ.এ.ই দুবাই প্রবাসী ব্যবসায়ী হাজী মুহাম্মদ আলাউদ্দীন। প্রমুখ। এতে একেএমবি শারজাহ শাখার প্রতিনিধিরা উপস্থিত ট্রাস্টিদের হাতে আমানবাজার চিকনদন্ডি পাহাড়তলী এলাকাবাসীর পক্ষে আর্ত পীড়ীতদের সেবায় গৃহীত এমবুলেন্স সেবা প্রকল্পের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন। ট্রাস্টিবৃন্দ দাতাদের কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য শ্বাসকষ্ট রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সেবা নিতে রাত দিন ২৪ ঘন্টা যেকোনো সময় ০১৮১২০৭৬০৯৯, ০১৮১৫৮৫৩৭৬২, ০১৬১৪৩২৪৪০১ নম্বরে ফোন অথবা িি.িভধপবনড়ড়শ.পড়স/ধশসন.ঃৎঁংঃ তে মেসেজ দিয়ে জানালে রোগীর বাড়িতে বা হাসপাতালে হাজির হয়ে যায় অক্সিজেন সেবা টিম। পরিশেষে প্রধান অতিথি করোনা ভাইরাস থেকে বিশ্ব মানবতার মুক্তি কামনা ও শাখাহমূহের ভাই বোনদের সার্বিক কল্যাণ প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে দোয়া মুনাজাত পরিচালনা করেন।