একুশ এলে

95

 

একুশ এলে পলাশ শিমুল রক্ত লালে ফোটে
ছেলে হারা দুখীনি মা কান্না করে ওঠে।
একুশ এলে পাক হায়েনার ছবি উঠে ভেসে
কেমন করে ভাইয়ের বুকে ছুঁড়লো গুলি হেসে।
একুশ এলে ভাইয়ের রক্ত ছিটকে পড়ে গায়ে
আমার ছেলে যায়নি মরে বলে উঠে মায়ে।
একুশ এলে প্রভাতফেরি সবাই মিলে চলি
বাংলা ভাষা রক্তে কেনা সেই কথাটি বলি।

একুশ এলে শহীদ মিনার ফুলে ফুলে সাজে
দামাল ছেলের তপ্ত শ্লোগান হৃদয় মাঝে বাজে।
একুশ এলে মিটিং মিছিল ভাই হারনো জারি
ভাইয়ের রক্তে রাঙানো মাস ভুলিতে কি পারি।

একুশ এলে শফিক রফিক মা মা বলে ডাকে
আমজনতা মায়ের ভাষায় স্বপ্ন ছবি আঁকে।
একুশ এলে হেসে উঠে প্রাণের বর্ণমালা
শহীদ ভাইদের শ্রদ্ধা জানাই গেঁথে ফুলের মালা।