একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চবি’র কর্মসূচি

8

 

মহান একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে রয়েছে-২১ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয় মসজিদসমূহে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা। উক্তদিন প্রশাসনিক ভবন ও হলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হবে। সকাল ১০টায় চবি কেন্দ্রীয় শহীদ মিনারে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। শেষে উপাচার্যের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে শোক র‌্যালি চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হবে। এরপর চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপাচার্য ও উপ-উপাচার্য কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভায় ‘ভাষা আন্দোলনে নারীর ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন চবি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার। বিজ্ঞপ্তি