একুশের বইমেলা শেষ হচ্ছে আজ

6

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলার শেষ হচ্ছে আজ। ২২ দিনব্যাপী চলা প্রাণের মেলার পর্দা নামবে রাত ৯টায়। স্থান পরিবর্তনের কারণে পাঠক দর্শকের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল। মেলার প্রথমদিকে উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে তা বেড়েছে। ছুটির দিনগুলোতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে পুরো সিআরবি এলাকা। লেখক পাঠক ও আয়োজক সবার মুখে স্বস্তির হাসি। প্রকাশক এবং বিক্রয় প্রতিনিধিরা বলছেন, মেলার প্রথমদিকে স্থান, প্রচারণা নিয়ে সন্দিহান ছিল। সময়ের সাথে সাথে সেটি পাল্টে গেছে। শেষদিনে সেটির পূর্ণতা পাবে বলে আশা করছেন।
গতকাল মেলা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি স্টলেই ছিল ভিড়। শেষ মুর্হুতের কেনাকাটায় ব্যস্ত পাঠকরা। অনেকে বইয়ের তালিকা হাতে নিয়েই কাঙ্খিত বইটির এক স্টল থেকে অন্য স্টলে খোঁজ করেছেন। প্রথমদিকে মেলা নিয়ে হতাশা করেছেন প্রকাশকরা। যেন শেষ সময়ে সে চিত্র পাল্টে যায়। পুরানেরা চির চেনা রূপে ফিরেছে মেলা। শেষদিকে বেচাবিক্রি বেশ জমেছে। ক্রেতাদের সামলে বিক্রয়প্রতিনিধিদের দম ফেলার ফুসরত নেই।
অক্ষবৃত্ত প্রকাশনীর কর্ণধার আনিস সুজন বলেন, প্রতিবারের মত এবারের মেলা বেশ জমেছে। ইতিহাস ভিত্তিক বই, কবিতা,উপন্যাস এবং নন ফিকশনের অনেক বই আমাদের দ্বিতীয় মুদ্রণ শেষে তৃতীয় মুদ্রণ বের করতে হয়েছে। কাজী শরিফুল ইসলামের লেখা ‘আগন্তুক’ এবং মোহাম্মাদ মহসীনের লেখা ‘আত্মহত্যার আত্মকথা’ বই দুইটি চর্তুথ এডিশন শেষ হয়েছে।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস বলেন, মেলা নিয়ে প্রথমে যে সঙ্কট ছিল সময়ের সাথে সাথে অনেকটা কেটে গেছে। তবে শেষদিন হিসেবে যা আশা করছিলাম তা হয়নি। তবে এবারের মেলা সফল বলা যায়।
মেলা কমিটির আহব্বায়ক ও চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, প্রকৃতিক সৌর্ন্দযের সিআরবি শিরীষতলায় প্রথমবার মেলা আয়োজনে নানা প্রতিবন্ধকতা ছিল। সবার সম্মিলিত প্রয়াসে বেশ সফল মেলা হয়েছে। আগামীবছরের সেগুলো কাটিয়ে আরো সুন্দর মেলা আয়োজন করতে পারব আশা করছি। পাশাপাশি এটিকে মেলায় স্থায়ী ভেন্যু হিসেবে রূপ দেওয়ার জন্য সিটি মেয়র বেশ আন্তরিক।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।