‘একুশের চেতনা, স্বাধীনতার প্রেরণা’

13

চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (অ্যালামনাই)-এর উদ্যোগে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারিতে সংগঠনের জেনারেল সেক্রেটারী মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে নিউমার্কেট থেকে র‌্যালী করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেকান্দর চৌধুরী, নেয়াজ আহমদ চৌধুরী, নুরুল ইসলাম খান, সালামত আলী, কাজী জসিম উদ্দিন, অ্যাডভোকেট রেহানা আক্তার, ওসমান জাহাঙ্গীর, মীর বরকত প্রমুখ।

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ :
১৬নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের স্মরণে স্থানীয় চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণ শহীদ মিনারে একুশের প্রথম প্রহরেপুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল’র নেতৃত্বে মিছিল সহকারে অনুষ্ঠিত উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিয়াস চৌধুরী, সালামত আলী, এ কে এম আনিসুজ্জামান, আবুল মাসুদ, এড দিদারুল আলম চৌধুরী, রহমতউল্লাহ স্বপন, মোঃ সোলেমান, এম এ হালিম, মিনহাজ মাহমুদ রনি, আনোয়ার কালাম, আবদুর রহিম বাবু প্রমুখ।

চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ :
চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাহাড়তলীস্থ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সংগঠনের সভাপতি মিনহাজ ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আমিন, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, মো. হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নাজির হোসেন, মো. বায়েজিদ ফরাজী, অর্থ সম্পাদক আব্দুল মতিন, সড়ক বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।

রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা প্রবাল ঘোষ দেবু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রিংকু দাশ, প্রধান শিক্ষক সুনীল কান্তি দে, সন্জয় ঘোষ, করবী পাল, সাইফুন নাহার প্রমুখ।

শাশ্বত সমাজকল্যাণ পরিষদ :
শাশ্বত সমাজকল্যাণ পরিষদ ফতেয়া বাদের উদ্যোগে একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাশ্বত সমাজকল্যাণ পরিষদ ফতেয়াবাদ সভাপতি নিটু কান্তি সরকার, সহ-সভাপতি সুকোমল চক্রবর্তী,পীযুষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পন্ডিত সুকান্ত চক্রবর্তী ভোলা,সহ সাধারণ সম্পাদক অন্জন দাশ,সেতু রন্জন বিশ্বাস, শুভ দাশ, টাবলু সরকার, জয়রাজ দাশ, জিতু ভট্টাচার্য, তড়িৎ দাশ, পিকলূ দাশ, রনি ভট্টাচার্য, হিমেল পাল, অর্ণব পাল, সুশান্ত চক্রবর্তী, প্রিতম পলাশ দে প্রমুখ।

মায়াফুল বিদ্যাপীঠ :
দক্ষিণ কাট্টলী (সাগর পাড়) এলাকায় বিদ্যালয়টিতে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বশির আহমেদ, সুজন চৌধুরী, স্বপন দাশ, আব্দুল্লাহ আল সায়েফ, শারমিন আক্তার রীমা, ঐশী ধর, লাবণ্য আক্তার প্রমুখ।

জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসা :
চট্টগ্রাম বায়েজিদ থানাধীন জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে মহান ২১শে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব। প্রধান অতিথি ছিলেন চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন মোহনা টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ আলী আহমেদ শাহীন, শ্রমিক নেতা কামাল উদ্দীন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বার আউলিয়া সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ছলিম উল্লাহ প্রমুখ।

মহানগর মহিলা আওয়ামী লীগ :
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি চট্টগ্রামের কেন্দ্রীয় অস্থায়ী শহীদ মিনারে গত ২১ ফেব্রুয়ারি সকালে শ্রদ্ধা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ। মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী মর্জিনা আক্তার লুসির নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী মুক্তিযোদ্ধা অনিমা কামাল, সেলিনা খান, আনজুমান আরা, আখি বেগম, কুলসুমা খাতুন, জেসি আকতার, সাথী আকতার, শাহিদা আকতার, বিলকিস আকতার, মুন্নী আকতার প্রমুখ।

উত্তর জেলা মৎস্যজীবী দল :
মৎস্যজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক পথসভা শাহ আমানত মার্কেট চত্বরে গত ২১ ফেব্রæয়ারি সংগঠনের সভাপতি শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ফজলে এহসান শামীম, এড. সাখাওয়াত হোসেন চৌধুরী মানিক, বাবুল মোল্লা, সীতাকুন্ড উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. ইলিয়াস, মাহবুব আলম প্রমুখ।

ঐকতান :
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সমাজ উন্নয়নমূলক সংগঠন ঐকতানের ব্যবস্থাপনায় ও নাগরিক হাসপাতাল চট্টগ্রামের সহযোগিতায় ফ্রি চিকিৎসাসেবা ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐকতান কার্যকরী কমিটির সভাপতি শাকিল মাহমুদের সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উওর) মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, ট্রাফিকের ইনচার্জ মো. আলমগীর, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মঞ্জুর আলম চৌধুরী, সৈয়দ এরফান, নাগরিক হাসপাতালের পরিচালক ডা. এনামুল ইসলাম, মীর মো. মোশাররফ, রিডার্স স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ ওমর ফারুক, ইঞ্জি. পারভেজ ইসলাম এবং ইমতিয়াজ ইমন। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক ও ঐকতান কার্যকরী কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, ঐকতান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বাপ্পি রহমান ও নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ডিজিএম আনিসুর রহমান মুন্না, ঐকতানের উপদেষ্টা ডা. রোটারিয়ান মনির আজাদ এবং ডা. নারায়ণ বৈদ্য।