একুশের কবিতা বাঙালির পথচলার অন্যতম সারথি

12

‘১৯৫২ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে শক্তির অভ্যুত্থান ঘটেছিল শেষ পর্যন্ত তাই আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পথকে প্রশস্ত করেছিল। আজকের এদিনে যেকোনো কবিতা যদি বাংলা ভাষায় লিখিত হয়, তা হবে আমাদের জন্য গৌরবের ও অহংকারের।
কবিতায় একুশ ও একুশের কবিতা বাঙালি জাতিকে সুন্দর ও সঠিক পথের অন্যতম সারথি হয়ে পথ দেখাবে সব সময়।’ গত বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজের শহীদ অবনী মোহন দত্ত অডিটোরিয়ামে বাংলা বিভাগ আয়োজিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কবিতায় একুশ ও একুশের কবিতা’ শীর্ষক সেমিনারে পঠিত প্রবন্ধে এসব কথা ওঠে আসে। সেমিনারে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শামীমা বেগমের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সুভাষ কান্তি নাথ। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রাবন্ধিক মোহাম্মদ আবদুস সালাম। বাংলা বিভাগের প্রভাষক মুহিব উল্লাহ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুজ্জামান। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল আলম চৌধুরী, প্রভাষক আশরাফ হাসান তারেক। চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া বলেন, ‘আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। অনেক কবি-সাহিত্যিক এই একুশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা, গান ও সাহিত্য রচনা করেছেন। যেগুলো আমরা পড়ে অনেক সমৃদ্ধ হই। গুণগত শিক্ষার জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সেমিনার আয়োজন করা প্রয়োজন। আর বাংলা বিভাগ সব সময় এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন হাজি মুহাম্মদ মহসিন কলেজ বাংলা বিভাগের অধ্যাপক ইলু ইলিয়াস, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।