একটি মাদ্রাসা ও ৬০টি বসতঘর পুড়ে ছাই

41

চন্দনাইশ উপজেলার দোহাজারী বার্মা কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০টি ভাড়া ঘর ও একটি মাদ্রাসা পুড়ে গেছে। গতকাল রবিবার দুপুরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার দুপুর ১টার দিকে এমরান খানের কলোনীর একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন কলোনীর সবকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে মো. ফতেহ আলী কলোনীর ২০টি, এমরান খান কলোনীর ১৫টি, মো. ইসমাইল কলোনীর ৫টি, মৌলানা আবু ছৈয়দ কলোনীর ৬টিসহ আশেপাশের আরো ১৪টি ভাড়া ঘর পুড়ে যায়। এসময় কলোনীর পাশ্ববর্তী দোহাজারী মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া নুরানী ইবতেদায়ী মাদ্রাসাও আগুনে পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কলোনীর বাসিন্দারা ঘর থেকে কিছুই বের করতে পারেনি। ফলে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।