একটি চিঠি

17

 

একটি চিঠি লিখছি যখন জানলা খোলা রেখে
সবুজ বনের নীল জোনাকী বলল আমায় ডেকে।
রাত্রি জেগে কাব্য লেখো লজ্জা পেলে বুঝি?
কবিরা তো যা বুঝেন তা লিখেন সোজাসুজি।

আমি কিন্তু ভীষণ পারি স্বপ্ন পুষে রাখি
কাব্য আমি লিখব দেখ ভাবছ! তা হয় নাকি?
পাখিরা কী কাব্য লিখে তারা কাব্যেও হয়
খোকা তোমার মনের ভেতর জেগেছে সংশয়।

লিখব না আর কাব্য আমি থাকব তোমার সাথে
আমার আলো ধারন করে লিখবে সারারাতে।
সেদিন থেকে নীল জোনাকী বন্ধু আমার হলো
এমন পরোপকারী বন্ধু কজন আছে বলো।