একচেটিয়া ব্যবসা চীনে আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

21

একচেটিয়া ব্যবসা রোধে করা নীতি লংঘন এবং বাজারে নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের দায়ে ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডকে ২৭৫ কোটি ডলার জরিমানা করেছে চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। দেশটিতে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে বিশাল অংকের এ জরিমানাও আলিবাবার গায়ে লাগার কথা নয়। তাদেরকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি।
গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি চালাচ্ছে; তারই ধারাবাহিকতায় আলিবাবাকে এ জরিমানা করা হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। এই ই-কমার্স জায়ান্টের প্রতিষ্ঠাতা জ্যাক মা গত বছরের অক্টোবরে চীনের বাজার ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছিলেন; এরপর থেকেই এ বিলিয়নেয়ারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়। ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা এসএএমআর আলিবাবার বিরুদ্ধে ব্যবসায় একচেটিয়া আধিপত্য নিশ্চিতে ‘অন্যায্য চর্চার’ অভিযোগ নিয়ে তদন্তে নামে।