একই চেহারার মানুষ

30

 

এই পর্যন্ত একটি ব্যাংকের তিনটি ব্রাঞ্চে আমার মতো দেখতে একটি মেয়েকে কর্মরত দেখা গেছে। সেদিন অফিসে বসে আছি, একজন ভদ্রলোক এসে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, ছোট বোন, কিছু মনে করবেন না আপনার বাড়ি কোথায়? বললাম মৌলভীবাজার। তিনি জানালেন ওনার ছোট ভাইয়ের বউ আর্মির সিনিয়র অফিসার, দেখতে পুরোপুরি আমার মতো। ছবি দেখালেন- আমি অবশ্য মিল খুঁজে পাইনি। প্রায়শই এমন শুনছি। যখন ক্লাস সেভেনে পড়ি, একজন প্রতিবেশী জানালেন সেদিন আমাকে কমলগঞ্জের ধলাই ব্রিজের উপর দিয়ে যেতে দেখেছেন। অথচ উক্ত দিনে আমি সারাদিন বাড়িতেই ছিলাম। একবার মায়ের পেটের বড় ভাই চট্টগ্রামে রাস্তার মোড়ে এক বৃদ্ধ মহিলার হাত চেপে ধরে দাঁড় করালেন। তারপর বাড়িতে ফোন করে মায়ের কাছে জানতে চাইলেন আমি কোথায়? আমার সাথে কথা বলার পরে নিশ্চিত হলেন ঐ বৃদ্ধ মহিলার সাথে থাকা মেয়েটি আমি নই। কি-জানি আর কে কে কোথায় কোথায় আমার মতো দেখতে চেহারার মানুষ দেখে ভুল করছেন।
ভালো জায়গায় দেখলে ভালো। যেখানে সেখানে দেখে আমার সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করার পূর্বে একটু আমার উক্ত সময়ের অবস্থান নিশ্চিত হয়ে নেবেন প্লিজ, প্লিজ। গোপাল, তুমিও আমাকে হেলেপ করো গোপাল- কেউ যেন আমাকে ভুল না বুঝতে পারে।