এওয়ার্ড প্রাপ্তির শীর্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

7

রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ এর উদ্যোগে ২০১৯-২০২০ সেশনের এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান গত ২৮ মে বিকেলে সিলেট নগরীর মিরা বাজারস্থ মিরা গার্ডেনে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম চেয়ারম্যান পিপি মোস্তফা কামালের সভাপতিত্বে ও পিপি এ কে শামসুল হক দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারি-৩২৮২ এর ২০১৯-২০২০ জেলা গভর্নর লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর। বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, ডিজিই আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিএন রুহেলা খান চৌধুরী, ডিজিএনডি ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর এম আতাউর রহমান পীর ২০১৯-২০২০ এর ১৬৪টি ক্লাবের মধ্যে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংকে সর্বোচ্চ ৭০টি পদকপ্রাপ্ত ক্লাব হিসেবে ঘোষণা দেন।
রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশ (২০১৯-২০২০) রোটা বর্ষের জন্য সেবার জগতে অনন্য অবদানের জন্য রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংকে শ্রেষ্ঠ ক্লাব, ক্লাব সভাপতি (২০১৯-২০২০) আজিজ-উল গণি চৌধুরী এম.ডি-কে শ্রেষ্ঠ সভাপতি, সৈয়দা কামরুন নাহারকে (এমপিএইচএফ) শ্রেষ্ঠ সেক্রেটারী এবং ক্লাব সভাপতি (২০২০-২০২১) ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনকে শ্রেষ্ঠ রোটারিয়ান, সিপি মোহাম্মদ শাহজাহানকে শ্রেষ্ঠ এডিশনাল লে. গভর্নর (২০১৯-২০২০) এবং পিপি এমদাদুল আজিজ চৌধুরীকে শ্রেষ্ঠ এসিস্টেন্ট গভর্নর (২০১৯-২০২০) পদকে ভূষিত করা হয়।
উল্লেখ্য, ক্লাব পর্যায়ে রানিংশিল্ড সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৭০টি ও ব্যক্তিগত পর্যায়ে ৮টি সহ সর্বমোট ৭৮টি পুরস্কারের মাধ্যমে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং প্রথম স্থান অধিকার করার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। বিজ্ঞপ্তি