এএফসি কাপে আবাহনীর প্রতিপক্ষ…

5

দেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে আবাহনীর। ঐতিহ্যবাহীদের সামনে আবারও এএফসি কাপে খেলার সুযোগ এসেছে। কাপের আনুষ্ঠানিক ড্রতে গতকাল নির্ধারণ হয়েছে লাইনআপ। ড্র অনুযায়ী এবারও আবাহনীকে প্রিলিমিনারি রাউন্ড থেকে যাত্রা শুরু করতে হচ্ছে। আগামী ১২ এপ্রিল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ভ্যালেন্সিয়া ও ভুটানের পারো এফসির মধ্যে বিজয়ী কোন দল। এই ম্যাচ জিততে পারলে প্লে অফ পর্বে ১৯ এপ্রিল ভারতের আরেক জনপ্রিয় ক্লাব এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে আবাহনীর। সেক্ষেত্রে মোহনবাগানকে আগে নেপালের মাচিন্দা ও শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে জিতে আসতে হবে। আবাহনী ওই দুই ম্যাচের বাধা পার হতে পারলেই গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ থেকে ২৪ মে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত ভেন্যুতে হবে এই খেলা। সেখানে ‘ডি’ গ্রুপে আগে থেকে অপেক্ষায় আছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি, মালদ্বীপ চ্যাম্পিয়ন মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।