এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ কোয়লিফায়ার্স বাংলাদেশে

23

বাংলাদেশ ফুটবলার ফেডারেশনের ডেভলপমেন্ট কমিটির মিটিং গতকাল অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে বয়সভিত্তিক দল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কায় সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে। এরপর দেশের মাটিতে এএফসি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার্সে খেলবে তারা। আগামী এক অক্টোবর হতে ১০ অক্টোবর আয়োজিত হবে এএফসি কোয়ালিফায়ার্স। এখানে জয় নিয়ে মূল পর্বে খেলার টিকিট অর্জন করতে হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলকে। আসরে বাংলাদেশ খেলবে ই-গ্রæপে। বাংলাদেশের গ্রæপে রয়েছে ইয়ামেন, সিঙ্গাপুর এবং ভুটান।