এএফসিতে বসুন্ধরার সাথে খেলতে পারে আবাহনীও

17

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই বছর বাতিল হয়েছে এএফসি কাপের খেলা। তাতে অংশ নিয়েছিল বাংলাদেশের দুটি ক্লাব। এর মধ্যে আবাহনী লিমিটেড প্রাথমিক পর্বের বাধা পেরোতে পারেনি। আর বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে খেলতে পেরেছে মাত্র একটি ম্যাচ। তবে আগামী বছরের জন্য এই দুটি দলকেই আবার দেখা যেতে পারে এএফসি কাপে।
যেহেতু করোনায় এবারের ঘরোয়া মৌসুম পরিত্যক্ত হয়েছে। তাই আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ আবাহনী আগামী আসরেও খেলার জন্য এগিয়ে আছে। কেননা এএফসি কাপ খেলতে হলে ক্লাব লাইসেন্সিং প্রয়োজন পড়ে। অবশ্য এই দুটি ক্লাব ছাড়াও এই লাইসেন্সিং আছে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ের।