এই সরকারকে দ্রুত বিদায় করতে হবে : আমীর খসরু

10

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দৈনিক দিনকালসহ একের পর এক মিডিয়া হাউস বন্ধ করে এই সরকার এখন মিডিয়ার শত্রুতে পরিণত হয়েছে। তাই তাদেরকে দ্রুত বিদায় করতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত দৈনিক দিনকালের প্রকাশনা বাতিলের প্রতিবাদ এবং বন্ধ সকল গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে সাংবাদিক-পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিএমইউজে হলে আয়োজিত এই অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান কাজই হচ্ছে মিডিয়ার কন্ঠ চেপে ধরা। বর্তমানে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা আওয়ামী লীগ তাই করছে যা ফ্যাসিবাদীরা করে থাকে। তিনি বলেন, গুম, খুন, লুটপাটসহ নানা অপকর্ম মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় এই সরকার এখন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সব অপকর্মের খবর এখন বিশ্ববাসী জেনে গেছে।
সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ।
তিনি বলেন, এই সরকারের আমলে ৫৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বর্তমানে দেশে প্রতিমাসে গড়ে ১৮/১৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। এই ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে সকল গণমাধ্যম পুনরায় মুক্ত করা হবে। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএফইউজে’র মহাসচিব নুরুল আমীন রোকন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম, ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ- ড্যাব চট্টগ্রামের সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ- অ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি জানে আলম মোহাম্মদ সেলিম, প্রবীণ আইনজীবী মফিজুল হক ভ‚ঁইয়া, শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ ছাফা চৌধুরী, ড্যাব নেতা এস এম সারওয়ার আলম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, সাংবাদিক কামরুল হুদা, সাংবাদিক মোহাম্মদ হোসেন ও সাংবাদিক জীবন মুসা।