এই শীতেও ভিজতে পারেন বিরহ বরষায়

173

চলমান শীতেও বরষায় ভিজে যেতে পারে আপনার বিরহী মন- এমনই এক গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর অথবা অভিনেত্রী তমা মির্জা কিংবা নির্মাতা সাদাত হোসাইন। এমনও বরষায় তারে পড়ে মনে, দিন কাটে তাহারই স্মরণে/ বড় শূন্য শূন্য লাগে ঘর, বড় শূন্য শূন্য লাগে…। এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তরুন মুন্সী। কণ্ঠে তুলেছেন আসিফ আকবর আর গানটির অসাধারণ সব দৃশ্যায়নে দেখা গেছে মূলত তমা মির্জাকে, সঙ্গে ছিলেন আমান রেজা। সাদাত হোসাইনের পরিচালনায় ‘গহীনের গান’ ছবির প্রথম গান এটি।
যে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে প্রথম গান ‘এমনও বরষায়’ দেখা যায়নি তার উপস্থিতি। পাওয়া গেছ ছবির অন্যতম নায়িকা বৃষ্টিতে বিরহকাতর তমা মির্জাকে। গানটির কথা-সুর-কণ্ঠের পাশাপাশি এর দৃশ্যায়ন ছিল সত্যিই চোখে লাগার মতো। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ ডিসেম্বর। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর ট্রেলার। ‘গহীনের গান’-এর প্রথম গান প্রকাশ উপলক্ষে ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ফেসবুক পেইজ থেকে লাইভে এসেছিলেন ছবিটির শিল্পী-কুশলীরা। এতে উপস্থিত ছিলেন ছবিটির অভিনেতা ও কণ্ঠশিল্পী আসিফ আকবর, অভিনেত্রী তমা মির্জা, তানজিকা আমিন, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুন মুন্সী, প্রযোজক এনামুল হক, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন এবং চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন। এতে আসিফ আকবর বলেন, ‘২ ডিসেম্বর থেকে আমাদের গান প্রকাশ শুরু হলো। আমরা অবশ্যই আপনাদের ভালো রেসপন্সের জন্য অপেক্ষা করবো। আর ছবি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসবো।’