এইচ এম স্টিল মিলে খাজা মঈনুদ্দীন চিশতীর ওরশ

10

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এম. মনজুর আলম প্রতিষ্ঠিত এইচ এম স্টিল মিলে ২৯ জানুয়ারি বাদ জোহর খাজা এ খাজেগান আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরী (র.) পবিত্র ওরশ মোবারক, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আওলাদে রাসূল (সা.) শাহজাদা গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজাভাÐারী (মজিআ)। বিশেষ মেহমান ছিলেন বাগদাদ শরীফ ইরাক থেকে আগত আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুল কাদের আফিফ আবদুল কাদের আল জিলানী ও আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুর রহমান আফিফ আবদুল কাদের আল জিলানী, আবদুল হাকিম মাইজভান্ডারীর আওলাদ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা কমিটির পরিচালকবৃন্দের মধ্যে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, জাহিদুল হক শিবলু, মোহাম্মদ ফারুক আজম, মো. সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, এইচ এম স্টিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী এয়াকুব নবী, বাদশা আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি মাওলানা ছৈয়দ সাইফুদ্দিন আহমেদ (ম.জি.আ.)। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, আল্লাহ’র রাসূল, অলি আউলিয়া সহ আল্লাহর বান্দাদের খেদমত ও সেবা করার জন্যই আমাদের সকল প্রয়াস। আমাদের প্রতিষ্ঠানের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সেবাই আল্লাহর ওয়াস্তে। বিজ্ঞপ্তি