উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রতিপক্ষ নাপোলি রিয়ালের ম্যানসিটি

19

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি, টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩ বার শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এই মৌসুমে নকআউট পর্বে উঠে ১৬টি জায়ান্ট দল। শেষ ষোলোর টিকিট নিশ্চিতে স্পেন আর ইংল্যান্ড থেকে উঠেছে সর্বোচ্চ চারটি করে ক্লাব। ইতালির লিগের তিনটি, জার্মানির তিনটি, ফ্রান্সের দুটি ক্লাব উঠে শেষ ষোলোতে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিতে বরুশিয়ার বিপক্ষে লড়তে হবে নেইমার-এমবাপে-ডি মারিয়া-কাভানিদের পিএসজিকে। স্প্যানিশ জায়ান্ট জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট সার্জিও আগুয়েরোর ম্যানচেস্টার সিটি। ইতালির আটালান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনের ভ্যালেন্সিয়াকে।