উৎসবের ঢেউ গ্রাম-গঞ্জেও

12


রাউজান পৌরসভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করার পর শোকরানা মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করেছে রাউজান পৌরসভা। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে গত ২৫ জুন শনিবার পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সম্পাদক সাবের হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগ উত্তরের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, দক্ষিণের সভাপতি মোহাম্মদ জাহেদ, দিপলু দে, শাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, তানভীর হোসেন, নাসির উদ্দীন, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ আসিফ, বেলাল হোসেন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ তৌহিদসহ অনেকে।

রাউজান উপজেলা প্রশাসন

পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব উপলক্ষে রাউজানে আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনী, সমাবেশ ও শোকরানা মাহফিল শনিবার নানা আয়োজনে অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার অতিশদর্শী চাকমা, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন চৌধুরী, বশির উদ্দিন খান, ইরফান আহমেদ চৌধুরী, কাজী মোহাম্মদ ইকবাল, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, লায়ন সাহাবুদ্দিন আরিফ, আব্বাস উদ্দিন আহমেদ, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল আব্দুল জব্বার সোহেল, রবীন্দ্রলাল চৌধুরী, বাবুল মিয়া, নুরুল আবছার বাশি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীলীপ কুমার চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ইউসুফ খান, হাসান মো. রাসেল, আহসান হাবীব হাসান, সুমন দে, তপন দে, সাবেক ছাত্রনেতা ম্যালকম চক্রবর্তী, ছাত্রনেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী, দিপলু দে দিপু প্রমুখ।

রাঙ্গুনিয়া মডেল থানা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে র‍্যালিটি রাঙ্গুনিয়া থানা প্রাঙ্গন থেকে শুরু করা হয়। এটি কাপ্তাই সড়কের রোয়াজারহাট বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে থানা গেইটে এসে শেষ হয়। র‌্যালিতে বাদ্যের তালে তালে উৎসবে মেতে উঠেন অংশ নেওয়া উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ধর্মীয় ও পেশাজীবি নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম, রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। র‌্যালি শুরুর আগে থানার হল রুমে প্রজেক্টেরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি স¤প্রচার উপভোগ করেন।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ। শনিবার (২৫ জুন) বিকালে দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি শুরু করা হয়। এটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের ইছাখালী এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও রাঙ্গুনিয়া পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সাধারণ সম্পাদক এমরুল করিম রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ নেতা ইদ্রিচ আজগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আবু তাহের, মুজিবুল ইসলাম সরফী, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, আওয়ামীলীগ নেতা মাস্টার আবদুর রউফ, হালিম আবদুল্লাহ, শেখ মুজিবুর রহমান চৌধুরী, শেখর বিশ্বাস, মাহমুদুল হাসান বাদশা, বদিউল খায়ের লিটন চৌধুরী, মো. ইউনুচ, নাছির উদ্দিন রিয়াজ, দিদারুল আলম, মোরশেদ তালুকদার, রাসেল রাসু, আলী শাহ প্রমুখ।

রাঙ্গুনিয়া সরকারি কলেজ

রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের যৌথ আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এরআগে প্রজেক্টরের মাধ্যমে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এসময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে ও ভিপি শহিদুল ইসলাম চৌধুরী সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম সুজাউদ্দিন, উপজেলা তাতীলীগ আহবায়ক মোরশেদ তালুকদার, কলেজ ছাত্রলীগ নেতা বাবলা তালুকদার, আরমান সিকদার, আরিফ উদ্দিন বাপ্পা, রহমত আলী, ওমর ফারুক সুজন, ওমর ফারুক, অনিক দে, মিনহাজ ইকরাম, হোসেন ইমন প্রমুখ।

চন্দ্রঘোনা-কদমতলী
ইউনিয়ন আওয়ামী লীগ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার (২৫ জুন) সকালে র‌্যালিটি চন্দ্রঘোনা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামলীলীগের সভাপতি মো. হারুন সওদাগর। সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক, গাজী মো. এনাম, লিয়াকত আলী, রিপন কান্তি গুহ, সুধীন ধর, লোকমান, শেখ মোহাম্মদ রমিজ উদ্দিন, মোহাম্মদ আলী, মো. সাদিল, আব্বাস হোসেন, আবদুল কাইয়ুম, কামাল উদ্দিন প্রমুখ।

লামায় কোয়ান্টাম
কসমো

দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে শনিবার ২৫ জুন সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রতিষ্ঠানে অধ্যয়নরত সহস্রাধিক শিক্ষার্থীর সামনে প্রদর্শন করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থী ও কোয়ান্টাম সেন্টারের সকল কর্মীদের সমন্বয়ে এক আনন্দ র‌্যালি বের করা হয়। স্কুল ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‌্যালিটি নিকটস্থ কেয়াজুপাড়া বাজার এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে।
এতে দুই সহস্রাধিক ছাত্র-শিক্ষক-কর্মী ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। র‌্যালিটিকে আরো বর্ণাঢ্য করতে স্কুলের সুদক্ষ ব্যান্ড দলের ছিল বিশেষ পরিবেশনা। শেষে সেতু উদ্বোধন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রধান শিক্ষক শরিফুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণান্ত প্রয়াসে পদ্মা সেতু আজ আমাদের সামনে ‘আমরা পারি’ -এ সত্যের বাস্তবতা। আমাদের দেশ পদ্মা সেতুর মতো মহা-চ্যালেঞ্জের কাজ সম্পন্ন করেছে নিজের অর্থায়নে। দেশের প্রধান যদি পারে তাহলে শিক্ষার্থীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে আরো উন্নত করার স্বপ্ন দেখতে হবে।’
এদিকে একই দিন সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগেও এক আনন্দ র‌্যালি বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আয়োজিত র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেল পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন। এতে সহ¯্রাধিক নেতাকর্মী ও স্কুল কলেজ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।