উৎসবমুখর পরিবেশে ৬২৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

13

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিতব্য ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১০ এবং সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বাগান বাজার ইউনিয়নে চেয়ারমান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী রয়েছেন। দাঁতমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী রয়েছেন। নারায়ণহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। হারুয়ালছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী রয়েছেন। সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী রয়েছেন। পাইন্দং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩, সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন। কাঞ্চননগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী রয়েছেন। লেলাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭, সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী রয়েছেন। রোসাংগিরি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮, সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী রয়েছেন। সমিতির হাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫, সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী রয়েছেন। ধর্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬, সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী রয়েছেন। বক্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪, সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী রয়েছেন। জাফতনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮, সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। আবদুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ এবং সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
ঘোষিত তফশিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১-২৩ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন। অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে আমাদের যাবতীয় কার্যক্রম পুরোদমে চলছে। আশা করছি আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পারব।