উহান থেকে ফিরতে চান ৩ শতাধিক বাংলাদেশি

48

করোনা ভাইরাস সংক্রমণের কারণে তিনশ’র বেশি বাংলাদেশি চীনের উহান থেকে ঢাকায় ফেরত আসার জন্য আবেদন করেছেন। তাদের ফেরত আনার জন্য চীনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। গতকাল বুধবার রাতে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব-উজ-জামান বলেন, ‘দেশে কে কে ফিরতে চান তা জানার জন্য বাংলাদেশিদের মধ্যে ফরম বিতরণ করা হয়েছে। আমরা ৩০০ এর বেশি আবেদন পেয়েছি’। কবে নাগাদ তাদের ঢাকায় পাঠানো হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘চীন আমাদের জানিয়েছে দুই সপ্তাহ পর্যবেক্ষণের পর তারা সিদ্ধান্ত নেবে। সেই হিসেবে আমাদের ধারণা ফেব্রূয়ারির প্রথম সপ্তাহ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে’।
তিনি বলেন, ‘বাংলাদেশিদের ফেরত আনার জন্য চীনকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে বলে তারা আমাদের জানিয়েছে। ঢাকায় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা তারিখ ঠিক করবো’। রাষ্ট্রদূত বলেন,‘উহানের কাছে লিচান নামের একটি শহরে ১২০ জন বাংলাদেশি আছে। ওই শহরটিও লকডাউনে (নিষেধাজ্ঞা) আছে। তারাও আমাদের অনুরোধ করেছে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য’।
বাংলাদেশি কেউ আক্রান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কুনমিংয়ে দুইজন বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাদের করোনা ভাইরাস পরীক্ষা করার পর নেগেটিভ ফলাফল পাওয়া গেছে’। খবর বাংলা ট্রিবিউনের
এ বিষয়ে কুনমিংয়ে বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ এবং ঢাকায় তথ্য পাঠানো হচ্ছে বলে তিনি জানান।