উরকিরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

13

রাউজান প্রতিনিধি

উরকিরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৮ ফেব্রæয়ারি বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জমকালো আয়োজনের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাসের সভাপতিত্বে অতিথি ছিলেন আলহাজ্ব নুরুল আমিন, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিম খানার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আজম, আবু তাহের সওদাগর, মোহাম্মদ ওসমান গনি, রফিকুল আলম কন্ট্রাক্টর, স্থায়ী দাতা মঞ্জুর আলম, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ দিদারুল আলম, বেলাল উদ্দিন, মো. জাকারিয়া, জসিম উদ্দিন শাহ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আজম।
শিক্ষক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক কীর্তি রঞ্জন বড়ুয়া। পাঁচটি হাউজের মাধ্যমে ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দিন ব্যাপি আয়োজনের অন্যতম আকর্ষন ছিল যেমন খুশি, তেমন সাজো প্রতিযোগিতা।