উম্মুক্ত নালাগুলোতে হচ্ছে একের পর এক অপমৃত্যু!

22

আল ওমায়ের (সাকিব)

আগে একটি ঘটনা ঘটলে আমাদের বিবেক নাড়া দিতো আর এখন একের পর এক ঘটনা ঘটলেও টনক নড়ে না। চার মাসে চারটি তাজা প্রাণ চলে গেছে তারপরও নালাগুলো এখনো উম্মুক্ত। আপনার আমার জীবনের কোনো মুল্য নেই! সকালে আপনি ঘর থেকে বাহির হচ্ছেন নিজের মৃত্যুটাকে কাঁধে নিয়ে। কোনো নিরাপত্তা নেই এই জীবনের। এই শহরে কোনদিকে আপনার আমার নিরাপত্তা আছে একটু বলেনতো? রাস্তায় নামলে গাড়ি চাপায় মরতে হয়, না হয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মরতে হয়, না হয় বৈদ্যুতিক শর্টে মরতে হয়, নতুন করে আরেকটি যোগ হলো নালায় পরে মরতে হয়। এই শহরে মরে যাওয়াটা অনেক সহজ, কারণ এই শহরে আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনার আমার জীবন সেদিন তুচ্ছ হয়ে গেছে যেদিন থেকে একটি চেক ধরিয়ে দিয়ে বলে এই নাও তোমার ক্ষতিপূরণ!
আহা জীবন! আহা মৃত্যু! এভাবে আপনি আমি মরতে থাকবো এভাবে ঘটে যাবে একের পর এক অপমৃত্যু! কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার জীবনের ক্ষতিপূরণের চেকটিতে কি স্বাক্ষর করে রেখেছেন কি? জানিনা কখন অপমৃত্যুর তালিকায় নিজের নামটা উঠে যায়!