উপজেলা নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপে আইনশৃংখলা রক্ষাকারী সেলের সভা

12

সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রে পুলিশ ছাড়াও অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হবে। ২৫ মে নির্বাচনকে সামনে রেখে ১৬ মে দুপুরে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সন্দ্বীপ উপজেলা পরিষদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা,উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ, ওসি শহিদুল ইসলাম সহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাঈন উদ্দিন মিশন (আওয়ামীলীগ), রফিকুল ইসলাম (স্বতন্ত্র), আবুল কাসেম মাহমুদ (জাসদ) উপস্থিত ছিলেন। সভায় অবৈধ অস্ত্র, অবৈধ মোটর সাইকেল নিয়ন্ত্রণ সহ দাগী সন্ত্রাসী ও অবৈধ  ব্যক্তির অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্তও গৃহীত হয়। এদিকে নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ইউএনও সম্রাট খীসার সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির অপর একটি সভা অনুষ্ঠিত হয়।