উপজেলায় প্রার্থী নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত

57

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাননীয় ভ‚মি মন্ত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাভ‚ক্ত সাংসদগণ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে পরামর্শ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে তারই ধারাবাহিকতা রক্ষা করে চট্টগ্রাম দক্ষিণ জেলার ৭টি উপজেলায় আমাদের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। উপজেলা প্রার্থী নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। আসন্ন উপজেলা নির্বাচনে করণীয় বিষয় নির্ধারনের লক্ষ্যে গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় আগামী ২৬ জানুয়ারির মধ্যে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের বায়োডাটা, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, এন আই ডি কার্ডের ফটোকপি (কালার) সহ জেলা কমিটি বরাবরে আবেদন করতে বলা হয় ও ২৭ হতে ২৯ জানুয়ারি তৃণমূল সম্মেলনের আয়োজন করার আহবান জানানো হয়। আগামী ২৯ জানুয়ারি বেলা ২টায় চট্টগ্রাম লালদীঘি ময়দানে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বৃহত্তর চট্টগ্রাম হতে মনোনীত চার মন্ত্রীকে সংবর্ধনা প্রদান, ৩১ জানুয়ারি একই স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে শোক সভা সফল করে তুলতে দক্ষিণ জেলার স্ব স্ব ইউনিট থেকে স্বদলবলে যোগদান করার আহবান জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি এড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাবেক এম পি চেমন আরা আরা তৈয়ব, শ্রম সম্পাদক খোরশেদ আলম, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, উপ-প্রচার সম্পাদক মৌলানা নুরুল আবছার, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান, সাধরণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, কর্নফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মালেক, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ গফুর, সাতকানিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল আলম, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আনোয়ার কামাল, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান সিবলী, এ কে আজাদ, শাহিদা আক্তার জাহান, সেলিম নবী, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি