উপজেলায়ও ডায়রিয়ার প্রকোপ

6

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে হঠাৎ বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত রবিবার একদিনে জেলার ১৪ উপজেলায় রেকর্ড সংখ্যক ১১২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগের দিনে শনিবার (২ এপ্রিল) হাসপাতালগুলোতে ৯৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায়, দৈনিক ২০-২৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে আসছেন। যাদের অধিকাংশকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এ অবস্থায় রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরা। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, বারবার হাত ধোয়া, পানি ফুটিয়ে পান করা এবং বাসি খোলা খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
এদিকে, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনায় প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ। গত ৩ এপ্রিল চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডায়রিয়া পরিস্থিতি চট্টগ্রামে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যেহেতু এ সময়ে পানিবাহিত এ রোগের প্রকোপ থাকে, তাই পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তবে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলেই ডায়রিয়া মোকাবেলা সম্ভব।