উপজেলাকে তৃণমূল জনগণের প্রতিষ্ঠান করতে হবে : কুজেন্দ্র ত্রিপুরা

10

উপজেলা পরিষদ কমপ্লেক্সকে তৃণমূল জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানিয়ে ভারত প্রত্যাগণ উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এখান থেকেই সরকারি সেবাসহ উন্নয়ন তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনগণকে বাদ দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলতে পারেনা। জনগণই সরকারের মূল শক্তি। জনগণের জন্যই উন্নয়ন। দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লে­ক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক অনুষ্ঠানে স্বাগণ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দিন ভূঁইয়া ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা কমপ্লেক্স স¤প্রসারণ প্রকল্পের আওতায় ৪ কোটি ৬৫লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নান্দনিক ভবন ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।