উপকারভোগীদের মাঝে মমতার কৃষি উপকরণ বিতরণ

2

মমতা পরিচালিত কৃষি, মৎস ও প্রাণিসম্পদ (এএলএফ) ইউনিটের কার্যক্রম ২০২১-২০২২ অর্থবছরে আনোয়ারা উপজেলার চাতুরী এবং মালঘর শাখায় নতুনভাবে সম্প্রসারিত হয়েছে। এরই ধারবাহিকতায় সম্প্রতি মমতার চাতরী ও মালঘর শাখা হতে এএলএফ ইউনিটের ২১ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন কৃষিজ উপকরণ বিতরণ করা হয়। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত উপকরণ সমুহের মধ্যে গাছের চারা, ট্রাইকোম্পোস্ট, বীজ, মাছের পোনা, জাল, জাল তৈরীর উপকরণ, হিলি মুরগীর বাচ্ছা, দেশী মুরগীর জন্য বিশেষ আবাসন, জীবানুনাশক, সাইনবোর্ড ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মমতার এএলএফ ইউনিটের সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজার, মমতার কৃষি, মৎস ও প্রানিসম্পদ ইউনিটের কর্মকর্তা, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি